ভাইদের শুকনো মুখে হাসি ফোটালেন মৌসুমি

ভাইদের শুকনো মুখে হাসি ফোটালেন মৌসুমি

ভাইদের শুকনো মুখে হাসি ফোটালেন মৌসুমিবাড়িতে এবছর রাখি পড়ানোর মেয়েটিই নেই। সকাল থেকে তাই দুই ভাইয়ের মন খারাপ। বাড়ি ছেড়ে এক ভাই তাই চলে গিয়েছিল মামার বাড়ি। এছবি, কামদুনির নির্যাতিতা ছাত্রীর  পরিবারের। তবে দুই ভাইয়ের সেই যন্ত্রণা ভুলিয়ে দিলেন গ্রামের মেয়েরাই। কামদুনির নির্যাতিতার ভাইকে রাখি পড়িয়ে মিষ্টি খাওয়ালেন মৌসুমী কয়াল সহ গ্রামের মেয়েরা।





First Published: Wednesday, August 21, 2013, 22:18


comments powered by Disqus