ঠিক কিসের ভয়ে কাঁটা কামদুনি?

ঠিক কিসের ভয়ে কাঁটা কামদুনি?

ঠিক কিসের ভয়ে কাঁটা কামদুনি?গতকাল কামদুনির বিক্ষোভকারীদের সিপিআইএম তকমা দেন মুখ্যমন্ত্রী। আর আজ কামদুনির প্রশ্ন, "এখানে এসে কটা লাল পতাকা দেখেছেন মুখ্যমন্ত্রী?" বাসিন্দাদের দাবি, তাঁরা সবাই তৃণমূল কংগ্রেসের সমর্থক।

২৪ ঘণ্টার মধ্যেই উলট পূরাণ হয়েছে ধর্ষতার পরিবারেরও। মুখ্যমন্ত্রী যা পারেননি তা করে দেখাল শাসক দলের চোখ রাঙানি। কামদুনির ধর্ষিত ও নিহত ছাত্রীর পরিবারের ক্ষোভ ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই উধাও। কালকে ক্ষোভে ফুঁসছিল গ্রামটাও। সকালের দিকে তবু কয়েকজন মুখ্যমন্ত্রীর ঝটিকা সফরের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছিলেন। কিন্তু বেলা বাড়তেই বদলে গেল পরিস্থিতি। ক্যামেরা দেখলেই ভয়ে কুঁকড়ে যাচ্ছেন কামদুনির মানুষ। এমনকী গতকাল মুখ্যমন্ত্রীর ধমক খেয়েও দমে না যাওয়া টুম্পা কয়ালকে পাঠিয়ে দেওয়া হয়েছে শ্বশুরবাড়িতে। এলাকায় চলছে তৃণমূলের বাইকবাহিনীর টহল।

First Published: Tuesday, June 18, 2013, 12:33


comments powered by Disqus