১৫ জুলাই রাষ্ট্রপতির কাছে যাচ্ছে কামদুনি

১৫ জুলাই রাষ্ট্রপতির কাছে যাচ্ছে কামদুনি

১৫ জুলাই রাষ্ট্রপতির কাছে যাচ্ছে কামদুনি কামদুনির সেই নৃশংস ঘটনার এক মাস পেরিয়ে গেল। কামদুনিতে গিয়ে পনেরো দিনে চার্জশিট, একমাসের মধ্যে শাস্তির আশ্বাস দিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী। কোনও আশ্বাসই রাখতে পারেননি। সুবিচার পেতে ১৫ জুলাই রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন কামদুনির বাসিন্দারা। 

৭ জুন। পাঁচিল ঘেরা জমির বাইরে পাওয়া গিয়েছিল গ্রামের একমাত্র কলেজপড়ুয়া মেয়েটার ক্ষতবিক্ষত দেহ। ধর্ষণ করে খুন করা হয়েছিল তাঁকে। তারপর কেটে গেল একটা মাস। কথা না রাখার এক মাস। মুখ্যমন্ত্রী বলেছিলেন, কিন্তু ১৫ দিনের মধ্যে চার্জশিট দেয়নি সিআইডি। ২২ দিন পরে দিয়েছিল। তা-ও ফরেনসিক রিপোর্ট ছাড়া অসম্পূর্ণ চার্জশিট। তা নিয়ে বিস্তর প্রশ্ন তুলেছে আদালত। 
 
এই একমাস নতুন ধারার আন্দোলনেরও সাক্ষী থেকেছে। সব দলকে এড়িয়ে ন্যায়ের দাবিতে আমজনতার নিজস্ব লড়াই। রবিবারের কামদুনিও সাক্ষী থাকলে সেই লড়াইয়ের। এই একমাসে কামদুনির গায়ে পড়েছে সিপিআইএম আর মাওবাদী তকমা। মিছিল করে রাজরোষে পড়েছেন স্থানীয় প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। তবু পিছু হটেনি কামদুনি।

কামদুনির ঢেউ ছড়িয়েছে রাজ্যের নানা প্রান্তে। জনজোয়ার তৈরি হয়েছে কলকাতার বুকেও। রবিবার কামদুনির প্রতিবাদের শরিক হলেন অনেক বিশিষ্টজনও। সুবিচার চেয়ে এবার রাষ্ট্রপতির কাছে যাচ্ছে কামদুনি। তেরোই জুলাই কামদুনির বাসিন্দাদের একটি দল দিল্লি রওনা হচ্ছে।

First Published: Monday, July 8, 2013, 21:49


comments powered by Disqus