ভোট দিল না কামদুনি

ভোট দিল না কামদুনি

ভোট দিল না কামদুনিকার্যত ভোট দিল না কামদুনি। সকাল ১১টা পর্যন্ত ৯৫২ জনের বুথে ভোট দিয়েছেন ৮৩ জন। ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হলেও, বুথমুখো হননি গ্রামের বেশিরভাগ মানুষই। ভোট দেবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিল নির্যাতিতার পরিবার।






First Published: Friday, July 19, 2013, 14:00


comments powered by Disqus