Last Updated: December 3, 2011 12:59

টুজি কেলেঙ্কারিতে নির্দোষ সাব্যস্ত হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ডিএমকে সাংসদ কানিমোড়ি। তাঁর দাবি জামিন পাওয়াটা এক্ষেত্রে প্রথম ধাপ। দিল্লি থেকে চেন্নাই রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি একথা বলেছেন তিনি করুণানিধি কন্যা। মঙ্গলবার তিহার জেল থেকে ছাড়া পাওয়ার পর এই প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন কানিমোড়ি। আইনী পথেই তিনি এই মামলা থেকে রেহাই পাবেন বলেও আশাপ্রকাশ করেছেন কানিমোড়ি। গত কুড়ি মে টুজি কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল তাঁকে।
First Published: Saturday, December 3, 2011, 12:59