Last Updated: Saturday, December 3, 2011, 12:59
টুজি কেলেঙ্কারিতে নির্দোষ সাব্যস্ত হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ডিএমকে সাংসদ কানিমোড়ি। তাঁর দাবি জামিন পাওয়াটা এক্ষেত্রে প্রথম ধাপ। দিল্লি থেকে চেন্নাই রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি একথা বলেছেন তিনি করুণানিধি কন্যা।