Last Updated: January 7, 2014 10:14

সুরেন্দ্রনাথ কলেজের পরিচালন সমিতির সরকার মনোনীত সদস্য হলেন দেবাশিস ব্যানার্জি। আর এই মনোনয়ন নিয়েই প্রশ্ন উঠছে শিক্ষা মহলে। কিন্তু কে এই দেবাশিস ব্যানার্জি ? কী তাঁর পরিচয়? এলাকায় কান কাটা দেবু নামেই বেশি পরিচিত তিনি। বেশ কয়েকবার পুলিসের খাতাতেও নাম উঠেছে তাঁর।
সেই দেবাশিস ব্যানার্জিই এবার সুরেন্দ্রনাথ কলেজের পরিচালন সমিতিতে। সরকারের তরফে সাধারণত কোনও শিক্ষাবিদ বা অধ্যপককেই কলেজ পরিচালন সমিতির সদস্য হিসেবে মনোনীত করা হয়। সেই জায়গায় কানকাটা দেবুর মনোনয়ন নিয়ে প্রশ্ন উঠছে শিক্ষাজগতে।
ক্ষমতায় এসে শিক্ষাকে দলতন্ত্র মুক্ত করার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আদৌ কি শিক্ষা দল তন্ত্র মুক্ত হয়েছে? কান কাটা দেবুর মনোনয়ন ফের সেই প্রশ্নই সামনে এনেছে ।
First Published: Tuesday, January 7, 2014, 10:31