Last Updated: Tuesday, January 7, 2014, 10:14
সুরেন্দ্রনাথ কলেজের পরিচালন সমিতির সরকার মনোনীত সদস্য হলেন দেবাশিস ব্যানার্জি। আর এই মনোনয়ন নিয়েই প্রশ্ন উঠছে শিক্ষা মহলে। কিন্তু কে এই দেবাশিস ব্যানার্জি ? কী তাঁর পরিচয়? এলাকায় কান কাটা দেবু নামেই বেশি পরিচিত তিনি। বেশ কয়েকবার পুলিসের খাতাতেও নাম উঠেছে তাঁর।