Last Updated: November 4, 2013 11:08

পুলিসি হেফাজতে মৃত্যুর ঘটনায় তদন্তের দাবিতে আজ কুলতলি থানা ঘেরাও করবে সিপিআইএম। কান্তি গাঙ্গুলির নেতৃত্বে হবে এই ঘেরাও অভিযান।
রবিবার বিকেলে পুলিসি জিজ্ঞাসাবাদে অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় করিম গাজি নামে এক ব্যক্তির। জয়নগরের মহিষমারির হাট এলাকা থেকে করিম গাজিকে গ্রেফতার করে কুলতলি থানার পুলিস। থানায় জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিয়ে যাওয়া হয় কুলতলির জামতলা হাসপাতালে। কিন্তু সেখানে শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় রেফার করা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান করিম গাজি।
First Published: Monday, November 4, 2013, 11:08