কনৌজ থেকে ডিম্পলের জয় নিশ্চিত

কনৌজ থেকে ডিম্পলের জয় নিশ্চিত

কনৌজ থেকে ডিম্পলের জয় নিশ্চিতকনৌজ লোকসভা উপনির্বাচনে ডিম্পল যাদবের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী হওয়ায় খালি হয়েছিল এই আসনটি। সেখানে সমাজবাদী পার্টির প্রার্থী হিসাবে স্ত্রী ডিম্পলকে দাঁড় করিয়েছেন অখিলেশ। আগেই এই আসনে প্রার্থী দেবে না বলে ঘোষণা করেছিল বিএসপি ও কংগ্রেস। প্রার্থী বিজেপি নেতৃত্বও প্রার্থী না-দেওয়ার পক্ষেই ছিল। বুধবার ছিল মনোনয়ন পেশের শেষ দিন। এদিন হঠাত্‍ই জগদেব সিং যাদব নামে এক ব্যক্তির নাম প্রার্থী হিসাবে ঘোষণা করে বিজেপি। কিন্তু সেই ব্যক্তি মনোনয়ন পত্র পেশ করতে করতে সময়সীমা শেষ হয়ে যায়।

বিজেপির অভিযোগ, সরকার চক্রান্ত করে তাদের প্রার্থকে মনোনয়ন পেশ করতে দেয়নি। ওদিকে বিএসপি জানিয়েছে, সমাজবাদী পার্টির সরকারের উন্নয়নের প্রতিশ্রুতি যে মিথ্যে, তা প্রমাণ করতেই প্রার্থী দেয়নি তারা।

First Published: Wednesday, June 6, 2012, 18:20


comments powered by Disqus