kanuj - Latest News on kanuj| Breaking News in Bengali on 24ghanta.com
কনৌজ থেকে ডিম্পলের জয় নিশ্চিত

কনৌজ থেকে ডিম্পলের জয় নিশ্চিত

Last Updated: Wednesday, June 6, 2012, 18:20

কনৌজ লোকসভা উপনির্বাচনে ডিম্পল যাদবের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী হওয়ায় খালি হয়েছিল এই আসনটি। সেখানে সমাজবাদী পার্টির প্রার্থী হিসাবে স্ত্রী ডিম্পলকে দাঁড় করিয়েছেন অখিলেশ। আগেই এই আসনে প্রার্থী দেবে না বলে ঘোষণা করেছিল বিএসপি ও কংগ্রেস।