Last Updated: September 30, 2011 17:33

ভারতীয় ক্রিকেট বোর্ডের দুমুখো নীতির তীব্র সমালোচনা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব।তাঁর মতে ক্রিকেটে ক্লাব বনাম দেশ বিতর্কটা বোর্ডই তৈরি করেছে। কপিলের মতে দেশের হয়ে খেলার জন্য ক্রিকেটারদের টাকা বাড়ানো উচিত।ক্লাবের হয়ে খেললে ক্রিকেটাররা বেশী টাকা পান।দেশের হয়ে খেললে পান অনেক কম টাকা ।অথচ দুটো প্রতিযোগিতাই চালায় বিসিসিআই। এর থেকেই যাবতীয় সমস্যার সৃষ্টি হচ্ছে।
First Published: Friday, September 30, 2011, 17:36