Last Updated: Friday, June 21, 2013, 16:43
ক্যারিবিয়ান লেজেন্ড ব্রায়ান লারা জানালেন, প্রাক্তণ ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি হলেন তাঁর চোখে দেখা সেরা ভারতীয় অধিনায়ক। তিনি আরও বলেছেন সৌরভের আক্রমাণত্বক ভুমিকা তাঁর কাছে প্রেরণার কাজ করত। যে সময় ক্রিকেটবিশ্বে অস্ট্রেলিয়ার ক্রিকেটরাজ চলত, একমাত্র তিনি দেখাতে পেরেছিলেন অস্ট্রেলিয়া মাটিতে দাঁড়িয়ে তাঁদেরকে কীভাবে ধুলিসাত্ করা যায়। তাঁর এমন ভুমিকার জন্য তাঁকে শ্রদ্ধা করেন। লারা আরও প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন কপিলদেব ও সচিনের উপর। কপিলদেব প্রসঙ্গে উল্লেখ করেন, ১৯৮৩-র বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হরানোর পিছনে তাঁর অসমান্য ভুমিকার কথা।