Last Updated: March 1, 2012 16:37

সইফ-করিনার অ্যাকশন থ্রিলার `এজেন্ট বিনোদ` নিয়ে সরগরম বলিউড। প্রযোজনায় স্বয়ং নায়ক। এবার নবাবের সামনে মুজরা করতে দেখা যাবে নবাবের নন্দিনীকে। এইভাবেই সইফের প্রোডাকশনের ছবি `এজেন্ট বিনোদ`-এ লাস্যময়ী হয়ে উঠবেন করিনা।
সূত্রের খবর, গানটির দৃশ্যায়নের আগে বেবো ২২ ঘন্টা অনুশীলন করেছেন। এ প্রসঙ্গে কারিনা বলেছেন, ‘আমি ভোর ৬ টা পর্যন্ত টানা নাচ করেছি। আমি মুজরা না জানলেও, বিষয়টিকে ভালো ভাবেই প্রদর্শন করতে পেরেছি বলে আশা করছি।’
ইতিমধ্যেই করিনার এই পারফরমেন্সের এর সঙ্গে তুলনা শুরু হয়েছে রেখাজীর। মুজরার কোরিওগ্রাফ করছেন সারোজ খান। বয়ফ্রেন্ড সইফের এই ছবিতে নিজেকে নতুনভাবে মেলে ধরছেন করিনা।
First Published: Thursday, March 1, 2012, 16:43