Last Updated: Saturday, March 24, 2012, 21:24
ছবির নাম কেন্দ্রীয় চরিত্রের নামে-`এজেন্ট বিনোদ`। এক গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন সেফ। চরিত্রটি আকর্ষণীয়। তবে কোনওভাবেই তা জেমস বন্ড কিংবা মিশন ইমপসিবল-এর ইথান হান্টের পাল্লায় আসে না। কাহিনির প্রথম ৩০ মিনিট এতটাই জটিল যে দর্শককে রীতিমত পাজ্ল সল্ভ করতে বসতে হবে। এছাড়া গল্পকে এমনভাবে দু ভাগে ভাগ করা হয়েছে যা দর্শককে পুরোপুরি বিভ্রান্ত করতে যথেষ্ট।