ব্রিটিশ হাইজ অফ কমনসে সম্মানিত করিনা

ব্রিটিশ হাইজ অফ কমনসে সম্মানিত করিনা

ব্রিটিশ হাইজ অফ কমনসে সম্মানিত করিনা আন্তর্জাতিক বিনোদন জগতে অবদানের জন্য ব্রিটিশ হাউজ অফ কমনসে সম্মানিত হলেন করিনা কপূর। করিনাকে সম্মান জানায় এশিয়ান সানডে সংবাদ পত্র। ব্রিটিশ হোম অ্যাফেয়ার কমিটির চেয়ারম্যান কিথ ভাজ সোনালি ফলক তুলে দেন করিনার হাতে।

সম্মানিত হয়ে করিনা বলেন, "ইউকে বরাবরই আমার খুব প্রিয় জায়গা। ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক বরাবরই খুব গভীর।" করিনার দিদিমাও ছিলেন ব্রিটিশ। সদ্য কবীর খানের ছবি ফ্যান্টমের শুটিং শেষ করেছেন করিনা। মুক্তির প্রতীক্ষায় রয়েছে আগামী ছবি গোরি তেরে পেয়ার মে। এছাড়াও তাঁর হাতে রয়েছে বদতমিজ দিল ও শুদ্ধি।



First Published: Wednesday, October 30, 2013, 19:20


comments powered by Disqus