Last Updated: Thursday, June 27, 2013, 20:26
এসে গেল সত্যগ্রহর ট্রেলর। গঙ্গাজল, অপহরণ, মৃত্যুদণ্ড, রাজনীতির পর প্রকাশ ঝা শিবিরের নতুন ছবি সত্যগ্রহ। মূল চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন। রয়েছেন অজয় দেবগন, মনোজ বাজপায়ী, করিনা কপূর, অর্জুন রামপাল ও অমৃতা রাও।