Last Updated: June 5, 2013 21:00

অক্টোবরেই গাঁচছড়া বেঁধেছেন সইফের সঙ্গে। তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা করিনা নাকি মা হতে চলেছেন। কিন্তু সবকিছু নস্যাত্ করে দিয়ে বেবো জানালেন তিনি আদপেও কোনওদিন মা নাও হতে পারেন!
মিডিয়ার ওপর এ দিন কিছুটা ক্ষুব্ধ করিনা বলেন, "আগে লোকের মাথাব্যাথা ছিল আমাদের বিয়ে নিয়ে। এখন চিন্তা হয়েছে কবে আমার সন্তান হবে সেটা নিয়েখ কে বলতে পারে, আমি হয়ত কোনওদিনই মা হব না। আমার মাত্র ৩২ বছর বয়স। সইফের দুটি সন্তান রয়েছে। আমরা কোনও সেকেলে ভারতীয় দম্পতি নই যারা শুধু সন্তানের জন্ম দিতে বিয়ে করে। আমরা আধুনিক।"
বিয়ের পর অভিনেত্রীদের দর কমে যাওয়ার মিথও এদিন উড়িয়ে দিয়েছেন করিনা। বলেন, "আমি বিয়ের পর আমার থেকে বয়সে ছোট অভিনেতা ইমরান খানের সঙ্গে কাজ করছি। সেটাই আশা করি এই মিথটাকে ভুল প্রমাণ করছে। আমার মনে হয় বিয়ের পর অভিনয় জীবন শেষ হয়ে যায় এটা অত্যন্ত সেকেলে ধারনা। আমরা ২০১৩ সালে রয়েছি। বিয়ে করেও কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত আমি নিজে নিয়েছি। আমি আর সইফ আধুনিক মানুষ। মনে হয় ভারতের জনতা এখনও `ডায়নোসর` যুগে পড়ে রয়েছে।"
First Published: Wednesday, June 5, 2013, 21:00