আসছে হিরোইন

আসছে হিরোইন

আসছে হিরোইন বচ্চন বহু ঐশ্বর্যকে সরিয়ে করিনার হিরোইন হয়ে ওঠার সময় থেকেই খবরের শিরোনামে মধুর ভান্ডারকরের আগামী ছবি। আর দীর্ঘ একবছর অপেক্ষার পর ছবির পোস্টার রিলিজ হতেই হিট `হিরোইন`। ছবির মধ্যে ফুটে উঠেছে হিরোইনের রূপ। সোনালি পোশাকে ফিল্ম ম্যাগাজিনে পরিবেষ্টিত বেবো। সঙ্গে ওয়াইন এর খালি গ্লাস।

এক বিখ্যাত অভিনেত্রীর পর্দার পিছনের জীবন নিয়েই তৈরি হয়েছে `হিরোইন`। গ্ল্যামার দুনিয়ার চমক যে একজন ব্যক্তিকে কোথায় নিয়ে ফেলতে তাই নিয়ে গল্পের প্রেক্ষাপট। ছবিতে কারিনা কাপুর এক দিকে `চামেলি`। অন্য দিকে `ছাম্মাক ছাল্লো`। তাঁর দুই বিখ্যাত রূপে দেখা গেছে বেবো। অনেকগুলি `লুক`-এর মধ্যে `হালকাত জওয়ানি` গানের দৃশ্যে তাঁর সঙ্গো `ডার্টি পিকচার`-এর বিদ্যা বালানের মিলও খুঁজছেন কেউ কেউ। মধুরেরই ছবি `ফ্যাশন` এর সঙ্গেও `হিরোইন`-এর কথাও মিল খুঁজছেন অনেকে। যেখানে ফ্যাশন জগতের কিছু অজানা দিক ফুটিয়ে তুলিয়েছিলেন তিনি। মডেলদের উত্থান পতন নিয়ে ও তাদের সেই জীবনের টানাপড়েন জুড়ে ছিল ছবির অনেকটাই।

`হিরোইন` মুক্তি পাচ্ছে সেপ্টেম্বরের ২১ তারিখ। হিরোইন কি সত্যিই `ডার্টি পিকচার` আর `ফ্যাশন`-এর ককটেল, নাকি সম্পূর্ণ মৌলিক একটি ছবি, সেটা জানার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

First Published: Monday, July 23, 2012, 22:44


comments powered by Disqus