Last Updated: Tuesday, November 26, 2013, 19:38
বিয়ের পর থেকে ৬ বছর শ্বশুর বাড়িতেই জলসায় থাকতেন ঐশ্বর্য রাই বচ্চন। দীপাবলি, করবা চৌথ, জন্মদিন সবই ছিল পারিবারিক অনুষ্ঠান। তবে এতদিন পর বোধহয় বাবা, মায়ের থেকে আলাদা হয়ে নিজেদের সংসার পাততে চলেছেন অভি-অ্যাশ। সূত্রে খবর, কন্যা আরাধ্যাকে নিয়ে নিজেদের নতুন বাড়িতে চলে যাচ্ছেন অভিষেক-ঐশ্বর্য।