Last Updated: April 24, 2014 09:01

রিয়াল মাদ্রিদ (১) বায়ার্ন মিউনিখ (০)
(বেঞ্জিমা-১৯ মিনিট)
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে হারাল রিয়াল মাদ্রিদ। স্যান্টিয়াগো বর্নাবিউতে কার্লো আনসালোত্তির দল ১-০ গোলে হারাল জার্মান সেরাদের। এই ম্যাচ জেতায় দীর্ঘ ১১ বছর পর ইউরোপে সেরা এই ক্লাব টুর্নামেন্টের ফাইনালে ওঠার ব্যাপারে একধাপ এগিয়ে গেল রিয়াল। যদিও পরের সপ্তাহে মিউনিখে গিয়ে গুয়ার্দিওলার দলের বিরুদ্ধে শেষ চারের ম্যাচে দ্বিতীয় লেগে খেলতে হবে রোনাল্ডোদের।
ম্যাচের ১৯ মিনিটে করিম বেঞ্জিমার গোল রিয়ালকে জয় এনে দেয়। চোট সারিয়ে রোনাল্ডো এই ম্যাচে খেলেন। তবে আসল নায়ক ফরাসি বেঞ্জিমাই। অন্ধকার সরিয়ে রিয়ালের আলোর আশার পথে বেঞ্জিমার এই গোলটা মাইলফলক হয়ে থাকে কি না সেটাই দেখার।
First Published: Thursday, April 24, 2014, 09:03