Last Updated: Wednesday, March 19, 2014, 08:58
লড়াইটা সামনাসামনি যাই থাকুক, আসলে স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতের ম্যাচটা ছিল হোসে মরিনহো বনাম দিদিয়ের দ্রোগবার। এক সময় চেলসির হূদয় দ্রোগবার তাঁর প্রিয় মাঠে ফিরলেন। তবে ফেরাটা স্মরণীয় হল না। চেলসির বিরুদ্ধে জোড়া গোলে হেরে ছিটকে গেল দ্রোগবার গালাতাসারে।