কেন্দ্রীয় সরকারের হিন্দিকে বেশি গুরুত্ব দেওয়ার বিপক্ষে মুখ খুললেন করুণানিধি

কেন্দ্রীয় সরকারের হিন্দিকে বেশি গুরুত্ব দেওয়ার বিপক্ষে মুখ খুললেন করুণানিধি

কেন্দ্রীয় সরকারের হিন্দিকে বেশি গুরুত্ব দেওয়ার বিপক্ষে মুখ খুললেন করুণানিধি লোকসভা নির্বাচনে ভরাডুবির পর জাতীয় রাজনীতিতে কামব্যাক করার জন্য সরকার বিরোধীতার পথ বেছে নিলেন ডিএমকে সুপ্রিমো করুণানিধি। বৃহস্পতিবার এই বর্ষীয়ান রাজনৈতিক নেতা হিন্দিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে এক হাত নিলেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে সমস্ত সরকারি দফতর এবং আমলারা যেন এবার থেকে সোশ্যাল মিডিয়া সাইট গুলিতে সরকারি অ্যাকাউন্ট গুলিতে যেন সমস্ত পোস্ট হিন্দিতে করা হয়।

আর এর বিরুদ্ধেই মুখ খুলেছেন করুণানিধি। তাঁর মতে যাঁরা হিন্দিভাষী নন তাঁদের উপর হিন্দিকে জোর করে চাপিয়ে দেওয়ার প্রথম পদক্ষেপ এটা। তাঁদের কে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখার অপচেষ্টা বলেও অভিযোগ করেছেন তিনি।

First Published: Thursday, June 19, 2014, 16:41


comments powered by Disqus