Last Updated: Tuesday, March 19, 2013, 11:27
দ্বিতীয় ইউপিএ সরকার চরম সঙ্কটে ফেলে সরকার ছাড়ল ডিএমকে। বাইরে থেকেও
সরকারকে সমর্থন জানাবে না তাঁর দল, আজ এই কথা জানিয়েছেন ডিএমকে কুলপতি
করুণানিধি। মন্ত্রিসভার পাঁচ সদস্য সহ ডিএমকের ১৮ সাংসদ ইস্তফা দিলে ইউপিএর
আসন সংখ্যা ২৪৮ থেকে নেমে আসবে ২৩০-এ। তৃণমূল জোট ছাড়ার পর এমনিতেই দুর্বল
হয়ে পড়ে ইউপিএ। এসপি (২২ জন সাংসদ) এবং বিএসপির (২১ জন সাংসদ) বাইরে থেকে
সমর্থনের ফলে ম্যাজিক ফিগার নাগালের মধ্যে থাকলেও ডিএমকে সরকার ছাড়ায়
স্বাভাবিকভাবেই কঠিন চ্যালেঞ্জের মুখে দ্বিতীয় সরকার।