ভারত-সফরে কারজাই, জোর দ্বিপাক্ষিক সম্পর্কে

ভারত-সফরে কারজাই, জোর দ্বিপাক্ষিক সম্পর্কে

ভারত-সফরে কারজাই, জোর দ্বিপাক্ষিক সম্পর্কেদু`দিনের সফরে ভারতে এলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। দু`দেশের সম্পর্ক জোরদার করতেই এই সফর। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বাণিজ্য,আর্থিক সাহায্যের মতো একাধিক বিষয়ে তাঁর আলোচনা হতে পারে। আফগানিস্তানে নিরাপত্তারক্ষীদের আরও প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাবও দিতে পারে নয়াদিল্লি। সম্প্রতি কাবুলে মার্কিন দূতাবাসে হামলার পর সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকী, প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছে আফগানিস্তানও। কাবুল দূতাবাস হামলার নেপথ্যে নাম উঠে এসেছে হাক্কানি নেটওয়ার্কের। পাক-গুপ্তচর সংস্থা আইএসআই হাক্কানি গোষ্ঠীকে মদত দেয় বলেও অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের। সন্ত্রাস-ইস্যুতে পাকিস্তান যখন ফের কিছুটা কোণঠাসা,তখন কারজাইয়ের ভারত সফর বিশেষ তাত্‍‍পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

First Published: Tuesday, October 4, 2011, 17:16


comments powered by Disqus