Last Updated: July 5, 2013 13:39

রানির ঘরে আসতে চলেছে ফুটফুটে শিশুকন্যা। এমনটাই ভবিষ্যত বাণী করেছেন রানির নাতবৌয়ের অস্ট্রেলিয়া বাসী এক আত্মীয়। আর কিছুদিনের মধ্যেই মা হতে চলেছেন ডাচেস অফ কেমব্রিজ কেটের গর্ভের শিশুকে নিয়ে একটি নিউজ ওয়েবসাইটে ভবিষ্যত বাণী করেছেন কেটের এই আত্মীয়।
নিউ সাউথ ওয়েলসের জিলগান্দ্রা নিবাসী ৭২ বছর বয়সী লিলিয়ান লোয়ারস কেটের অস্ট্রেলিয়া বাসী একমাত্র আত্মীয়। লিলি মনে করছেন দুপুর দুটো থেকে রাত বারটার মধ্যে সন্তানের জন্ম দেবেন কেট। এমনকী শিশুর ওজন ২.২৬ কেজি হবে বলেও ভবিষ্যত বাণী করেছেন লিলিয়ান।
First Published: Friday, July 5, 2013, 13:39