Last Updated: Wednesday, November 21, 2012, 14:21
গত বছরের গোড়ার দিকে কেট-উইলিয়ামসের বিয়ের পর থেকেই রাজবাড়ির পঞ্চম প্রজন্মের আসার অপেক্ষায় দিন গুণছিল ব্রিটেন। এবারে বোধহয় সত্যিই আসতে চলেছে সেই খুশির খবর। রাজ পরিবারের বিশ্বস্ত সূত্রের খবর, কেট মা হতে চলেছেন। এই ডিসেম্বরেই আনুষ্ঠানিক ভাবে ঘোষণাও করবেন সেই খবর।