Last Updated: July 26, 2013 19:30

প্রতিযোগিতাটা চলছিল বহুদিন ধরেই। কে হবেন শাহরুখের লিডিং লেডি? ছবির নাম হ্যাপি নিউ ইয়ার। তাই ভাবা হচ্ছিল কোনও নিউ ফেসকেই হয়ত ছবিতে নিতে চলেছেন এসআরকে। নামও উঠেছিল অনেকের। তবে তাঁদের সবাইকে পিছনে ফেলে বাজিগরের বাজি জিতে নিলেন ক্যাটরিনা কাইফ।
অঙ্কিতা লোখাণ্ডে, জেনিফার উইনজেট ও সিমরন কউর মান্ডি। এই তিনজেনর নামই ঘোরাফেরা করছিল লোকের মুখে। হৃতিক রোশনের সঙ্গে ছবির ডেট নিয়ে সমস্যায় বরং কিছুটা ব্যাকফুটেই ছিলেন ক্যাটরিনা। সেই ডেট সমস্যা মিটে যেতেই শাহরুখের ছবিতে জায়গা করে নিলেন ক্যাট। সূত্রে খবর, ছবির কাস্টিং ডিরেক্টর অন্য তিনজনের নাম চূড়ান্ত করে ফেলেছিলেন। কিন্তু মস্তিষ্কে অস্ত্রপচারের পর এখনই শুটিং করতে পারবেন না হৃতিক। তাই আগামী তিন মাস সম্পূর্ণ ফ্রি রয়েছেন ক্যাট।
ছবির পরিচালক ফারহা খান নতুন মুখ খুঁজলেও বলিউডে জাঁকিয়ে বসা কোনও মুখই খুঁজছিলেন শাহরুখ। দীপিকার ঝুলি ভর্তি থাকায় ক্যাটরিনাকেই পছন্দ শাহরুখের। ৫ অক্টোবর থেকেই শুটিং শুরু হবে ছবির। আপাতত শ্রীলঙ্কায় রনবীর কপূরের সঙ্গে ছুটি কাটাচ্ছেন ক্যাট। ফিরে এসেই চুক্তিপত্রে সই করবেন তিনি।
First Published: Friday, July 26, 2013, 19:30