Last Updated: Wednesday, May 29, 2013, 20:33
ক্যাটরিনা মানেই গ্ল্যামার। ফর্সা রং আর পুরু ঠোঁটের সুন্দরীকে আর যেখানেই মানাক, অ্যাকশনের জন্য একেবারেই বেমানান তিনি। এদিকে হাতে থাকা ব্যাং ব্যাং আর ধু থ্রি দুটোই অ্যাকশন ছবি। তাই নিজেকে মানানসই করে তুলতে ঘণ্টার ঘণ্টা ধরে ট্যান হচ্ছেন ক্যাট।