Last Updated: May 29, 2013 20:33

ক্যাটরিনা মানেই গ্ল্যামার। ফর্সা রং আর পুরু ঠোঁটের সুন্দরীকে আর যেখানেই মানাক, অ্যাকশনের জন্য একেবারেই বেমানান তিনি। এদিকে হাতে থাকা ব্যাং ব্যাং আর ধু থ্রি দুটোই অ্যাকশন ছবি। তাই নিজেকে মানানসই করে তুলতে ঘণ্টার ঘণ্টা ধরে ট্যান হচ্ছেন ক্যাট।
দুটো ছবিতেই প্রচুর অ্যাকশন দৃশ্যে দেখা যাবে ক্যাটরিনাকে। থাইল্যান্ডের বিচে শুয়ে নিজের গায়ের রং কালো করেছেন তিনি। তবে ছবির জন্য ট্যান হওয়া বলিউডে নতুন নয়। ধুম টু ছবির জন্য ট্যান হয়েছিলেন ঐশ্বর্যও। টশন ছবির জন্য গায়ের রং বদলেছেন করিনা। হৃতিক, সইফও সময় বিশেষে চরিত্রের প্রয়োজন কালো হতে পিছপা হননি।
First Published: Wednesday, May 29, 2013, 20:33