সলমনের স্ত্রী ক্যাটরিনাই, বলছে সমীক্ষা

সলমনের স্ত্রী ক্যাটরিনাই, বলছে সমীক্ষা

সলমনের স্ত্রী ক্যাটরিনাই, বলছে সমীক্ষা কয়েক বছর আগে যখন চুটিয়ে প্রেম করছিলেন দু`জনে, তখন এনেকেই আশা করেছিলেন এবার হয়তো থিতু হতে চলেছেন সলমন। তাঁর নতুন প্রেমিকাটিকে মনেও ধরেছিল ভক্তদের। কোথায় কী! ছাড়াছাড়ি হয়ে গেলেও এখনও তাঁরা বেস্ট ফ্রেন্ডস। পর্দায়ও দু`জনে একসঙ্গে এলেই বক্সঅফিস একশো কোটির ব্যবসা নিয়ে নিশ্চিন্ত। তবে সলমন-ক্যাটরিনা নিজেদের নিয়ে যাই ভাবুন না কেন ভক্তরা কিন্তু এখনও হাল ছাড়েনি। এখনও সলমনের পাশে হাসিমুখ, লাজুক স্ত্রীর ভূমিকায় ক্যাটকেই দেখতে চান তারা। অন্তত শাদি ডট কমের সমীক্ষা তাই বলছে।
সলমনের স্ত্রী ক্যাটরিনাই, বলছে সমীক্ষা
সম্প্রতি সলমনের বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে একটি সমীক্ষা করেছিল শাদি ডট কম। সলমনের ভাবী স্ত্রী হিসেবে ক্যাটরিনা পেয়েছেন মোট ২১০০০ ভোট যা ভোটব্যাঙ্কের ৬৯.৮৪ শতাংশ। তবে ৬২ শতাংশ মহিলা চান চিরকুমার থাকুন সলমন। আর ৬০.৩৭ শতাংশর বক্তব্য, ঢের হয়েছে। এবারে ছাদনাতলায় যাওয়াই উচিত সলমনের। সলমনের স্ত্রী ক্যাটরিনাই, বলছে সমীক্ষা
ক্যাটরিনাই প্রথম পছন্দ হলেও দক্ষিণীরা আবার সোনাক্ষিকেও দেখতে চান সলমনের স্ত্রী হিসেবে। উত্তর ভারতীয়দের আবার অসিনকেই মনে হয় সলমনের সুযোগ্যা পাত্রী। দেখা যাক সল্লু মিঞার কাকে মনে ধরে।

First Published: Tuesday, December 25, 2012, 20:04


comments powered by Disqus