Last Updated: March 28, 2014 18:30

ডার্টি পিকচার, কুইন, গুলাব গ্যাং, লক্ষ্মী...গত কয়েক বছরে বলিউডে মুক্তি পাওয়া ছবিগুলোর দিকে তাকালে বোঝা যায় নারীকেন্দ্রিক ছবির এখন জোয়ার এসেছে বলিউডে। তবে তার প্রভাব কোনওভাবেই অভিনেত্রীদের পারিশ্রমিকের ওপর পড়েনি। অভিযোগ করলেন স্বয়ং ক্যাটরিনা কাইফ।
ক্যাট বলেছেন, "যেদিন থেকে আমি বলিউডে এসেছি তারপর থেকে প্রচুর পরিবর্তন দেখেছি। এখন যেই সমস্ত চরিত্রে মহিলারা অভিনয় করার সুযোগ পান, কাহানি বা কুইনের মতো ছবিতে তা সত্যিই অসাধারণ। কিন্তু অভিনেত্রীদের পারিশ্রমিক এখনও একই রয়ে গেছে। এখনও অভিনেত্রীরা অভিনেতাদের থেকে অনেক কম পারিশ্রমিক পান।"
এর আগে অভিনেত্রীদের কম পারিশ্রমিক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন করিনা কপূর ও কঙ্গনা রনওয়াত।
First Published: Friday, March 28, 2014, 18:30