Last Updated: Friday, March 28, 2014, 18:30
ডার্টি পিকচার, কুইন, গুলাব গ্যাং, লক্ষ্মী...গত কয়েক বছরে বলিউডে মুক্তি পাওয়া ছবিগুলোর দিকে তাকালে বোঝা যায় নারীকেন্দ্রিক ছবির এখন জোয়ার এসেছে বলিউডে। তবে তার প্রভাব কোনওভাবেই অভিনেত্রীদের পারিশ্রমিকের ওপর পড়েনি। অভিযোগ করলেন স্বয়ং ক্যাটরিনা কাইফ।