ক্ষমা চাইলেন কেজরিওয়াল, kejriwal apologies for nagpur incident

ক্ষমা চাইলেন কেজরিওয়াল

ক্ষমা চাইলেন কেজরিওয়ালঅনুগামীদের `কৃতকর্মের` জন্য এবার প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করলেন টিম আন্নার প্রভাবশালী সদস্য অরবিন্দ কেজরিওয়াল।
রবিবার নাগপুরে একটি সভায় আন্না হাজারের সহযোগী অরবিন্দ কেজরিওয়ালের বক্তৃতার সময় তাঁর আরএসএস-ঘনিষ্ঠতা নিয়ে স্লোগান দেন `ঘণ্টানাদ` নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তাঁকে কালো পতাকাও দেখান হয়। এই `অপরাধে` বিক্ষোভকারীদের মারধর করে সভা থেকে বার করে দেন গান্ধিবাদী আন্না হাজারের `অহিংস` সমর্থকরা। স্বভাবতই বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। ইতিপূর্বে অরবিন্দ কেজরিওয়াল, কিরণ বেদি, প্রশান্ত ভূষণরা নানা অবাঞ্ছিত বিতর্কে জড়িয়ে যথেষ্ঠ অস্বস্তিতে ফেলেছেন রালেগাঁও সিদ্ধির প্রবীণ সমাজকর্মীকে। লোকপাল বিল নিয়ে নতুন করে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আগে কোনও ভাবেই নতুন কোনও বিতর্কে না জড়ানোর জন্য নিজের অনুগামীদের কড়া নির্দেশ দিয়েছেন আন্না। সেই আদেশ মেনে সোমবার নাগপুরের পুরো ঘটনার জন্য ক্ষমা চান কেজরিওয়াল। তিনি বলেন, শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ দেখানোর অধিকার দেশের প্রতিটি নাগরিকের রয়েছে। আন্না হাজারের নেতৃত্বাধীন `ইন্ডিয়া এগেনস্ট করাপশন`-এর কোনও সমর্থক হিংসার আশ্রয় নিলে তা বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। কেজরিওয়ালের দাবি, পুরো ঘটনাটি ঘটেছে হলের বাইরে, তাঁর অগোচরে। সোমবার সকালে খবরের কাগজ পড়ে তিনি বিষয়টি জানতে পেরেছেন। ব্যক্তিগত ভাবে এই খবর পড়ে তিনি বেদনাহত।


First Published: Monday, November 7, 2011, 15:59


comments powered by Disqus