Last Updated: Saturday, June 23, 2012, 15:23
নতুন বিতর্কে জড়ালেন টিম আন্নার গুরুত্বপূর্ণ সদস্য অরবিন্দ কেজরিওয়াল। তবে ইউপিএ সরকার বা কংগ্রেস নেতৃত্ব নয়, এবার তাঁর সংঘাত বেসরকারি উড়ান সংস্থা `কিংফিশার এয়ারলাইন্স`-এর সঙ্গে। শুক্রবার রাতে কিংফিশারের একটি ফ্লাইটে দিল্লি থেকে হিমাচলপ্রদেশের ধরমশালার যাওয়ার কথা ছিল কেজরিওয়ালের।