দিল্লিতে কেজরিওয়ালের সরকারের মহাসঙ্কট, বিন্নির বিদ্রোহে সংখ্যা সঙ্কটে আপ

বিন্নির বিদ্রোহে সংখ্যা সঙ্কটে আপ, কেজরিওয়ালের মহাবিপদ

বিন্নির বিদ্রোহে সংখ্যা সঙ্কটে আপ, কেজরিওয়ালের মহাবিপদদিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিদ্রোহী আপ বিধায়ক বিনোদ কুমার ওরফে বিন্নি। তাঁর দাবি, দিল্লি বিধানসভার আরও চার বিধায়ক আপ সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিতে রাজি। গতকাল জেডি ইউ বিধায়ক শোয়েব আলি এবং নির্দল বিধায়ক রণবীর শোকিনকে সঙ্গে নিয়ে একথা ঘোষণা করেন বিন্নি।

বিন্নি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে সমর্থন তুলে নেবেন তাঁরা। নাম না জানালেও আপের আরও দুই বিধায়ক তাঁদের পাশে রয়েছেন বলে বিন্নি দাবি করেন। ৭০ জন বিধায়কের দিল্লি বিধায়সভায় সরকার গড়ার ম্যাজিক সংখ্যা ৩৬। আপের কাছে এই মুহূর্তে মোট ৩৭ জন বিধায়কের সমর্থন রয়েছে। ফলে বিন্নির এই হুঁশিয়ারি নিয়ে যথেষ্টই উদ্বেগে আপ শিবির।

First Published: Monday, February 3, 2014, 11:40


comments powered by Disqus