Last Updated: March 28, 2014 21:51

হরিয়াণাতে নির্বাচনী প্রচারে গিয়ে আক্রমণের মুখে পড়তে হল আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে। আজ সন্ধে বেলা হরিয়াণার ছরকি দাদরিতে প্রচার করার সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি হঠাৎই কেজরিওয়ালের ঘাড়ে আঘাত করে। আক্রমণকারীকে তৎক্ষণাৎ আম আদমি পার্টির স্বেচ্ছা সেবকরা ধরে ফেলেন।
এই ঘটনার কিছু পড়েই টুইট করে আপ প্রধান জানান ``কিছু ক্ষণ আগেই এক ব্যক্তি আমার ঘাড়ে আঘাত করেছে। এই ধরণের হিংস্র ঘটনা ওদের কাছ থেকে প্রত্যাশিত। এর মাধ্যমে ওদের হতাশা আর আসল চরিত্র প্রকাশ পায়।``
তবে এরপর ফের টুইট করে কেজরিওয়াল তাঁর সমর্থকদের শান্ত থাকতে অনুরোধ করেছেন। তাঁর টুইটে আপ প্রধান লিখেছেন ``আমরা যদি হিংস্র হয়ে উঠি, আমাদের আন্দোলন শেষ হয়ে যাবে। তাই দয়া করে উত্তেজিত হবেন না। ভবিষ্যতে যদি কেউ আমাকে বা আমাদের আক্রমণ করে, তবে তার প্রতিও যেন আমাদের সৌজন্য বজায় থাকে।``
পুলিস জানিয়েছে আক্রমণকারী সম্ভবত আপ-এরই কোনও হতাশ সমর্থক। লোকসভা ভোটে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। দলের সম্মতি না পাওয়ায় খেপে উঠেছেন।
First Published: Friday, March 28, 2014, 21:51