কাল অনশন ভাঙছেন কেজরিওয়াল

কাল অনশন ভাঙছেন কেজরিওয়াল

 কাল অনশন ভাঙছেন কেজরিওয়ালআম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল আগামিকাল অনশন ভঙতে চলেছেন। দ্বিতীয় দফায় অনশন শুরুর টানা ১৫ দিন পর অনশন ভাঙলেন সদ্য রাজনীতিতে পা রাখা এই সমাজকর্মী।

শুক্রবার তাঁর পরিকল্পনা ঘোষণা করতে গিয়ে কেজরিওয়াল আন্না হাজারের প্রসঙ্গ টেনে আনেন। আন্নার হাতেই আগামিকাল ফলের রস খেয়ে অনশন ভাঙার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। দুর্নীতি বিরোধী আন্দোলনের রাজনীতিকরণ করা নিয়ে গত সেপ্টেম্বর থেকে অন্নার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের।

গতকাল আপের পক্ষ থেকে মণীশ সিসোডিয়া ও কুমার বিশ্বাস হরিয়ানায় আন্নার সঙ্গে দেখা করে কাল কেজরিওয়ালের অনশন ভঙ্গের সময় দিল্লিতে উপস্থিত থাকার অনুরোধ জানান। কিন্তু ভারত সফরে থাকায় আগামিকাল দিল্লি আসনে পারবেন না বলে জানিয়ছেন হাজারে। সেইসঙ্গে কেজরিওয়ালকে চিঠি লিখে অনশন ভাঙার অনুরোধ করেছেন আন্না।

অনশন ভাঙার প্রসঙ্গে কেজরিওয়াল বলেন,"সমস্ত সমর্থকরা সন্ধেয় আসার পরই আমি অনশন ভাঙব।"

First Published: Friday, April 5, 2013, 17:52


comments powered by Disqus