Kejriwal warns Somnath Bharti

সোমনাথ ভারতীকে সতর্ক করল কেজরিওয়াল

সোমনাথ ভারতীকে সতর্ক করল কেজরিওয়াল ভাষা প্রয়োগের ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে দিল্লির আইনমন্ত্রী সোমনাথ ভারতীকে। গতকাল আম আদমি পার্টির রাজনীতি বিষয়ক কমিটির বৈঠকে সোমনাথকে ডেকে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে ক্যাবিনেট থেকে সোমনাথ ভারতীর পদত্যাগের বিষয়টি উড়িয়ে দিয়েছে দল। গত সপ্তাহে দক্ষিণ দিল্লির একটি এলাকায় হানা দিয়ে আইনমন্ত্রী কোনও ভুল করেন নি বলেও দাবি করেছে দল।

আফ্রিকার মহিলাদের সঙ্গে কোনও রকম দুর্ব্যবহার বা বিদ্বেষমূলক মন্তব্য আইনমন্ত্রী করেন নি বলেও দাবি করা হয়েছে।দলের মুখপাত্র যোগেন্দ্র যাদব জানিয়েছেন,এবিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লির উপ রাজ্যপাল নাজীব জঙ্গ। তদন্তে দোষী প্রমাণিত হলে সোমনাথ ভারতীর বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি।

First Published: Friday, January 24, 2014, 20:56


comments powered by Disqus