অন্ধ্র কংগ্রেসে ভাঙন, দলত্যাগী কেশব রাও

অন্ধ্র কংগ্রেসে ভাঙন, দলত্যাগী কেশব রাও

অন্ধ্র কংগ্রেসে ভাঙন, দলত্যাগী কেশব রাওঅন্ধ্রপ্রদেশে কংগ্রেসে ভাঙন ধরল। দল ছাড়লেন প্রথম সারির নেতা কেশব রাও। তেলেঙ্গানাপন্থী এই নেতা যোগ দিচ্ছেন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতিতে।

কেশব রাও একসময় পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা ছিলেন। কেশব রাও টিআরএস-এ যোগ দেওয়ায় অন্ধ্রের তেলেঙ্গানা আন্দোলন নতুন মাত্রা পেল। এপর্যন্ত পাওয়া খবর, কেশব রাও পদত্যাগ করায় আরও কয়েকজন কংগ্রেস নেতা কংগ্রেস থেকে ইস্তফা দিতে চলেছেন। তাঁরাও চন্দ্রশেখর রাওয়ের টিআরএস-এ যোগ দিচ্ছেন।

First Published: Friday, May 31, 2013, 09:13


comments powered by Disqus