Last Updated: Thursday, May 29, 2014, 11:39
টিআরএসের ডাকে আজ সকাল থেকে বনধ চলছে তেলেঙ্গানায়। বেশিরভাগ জায়গায় দোকানবাজার বন্ধ রয়েছে। রাস্তায় যানবাহনের সংখ্যা চোখে পড়ার মতো কম। পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা। পোলাভারাম জলপ্রকল্পকে কেন্দ্র করে তেলেঙ্গানার কিছু অঞ্চল সীমান্ধ্রের সঙ্গে যুক্ত করে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে এই বনধ ডেকেছেন টিআরএস সভাপতি এবং রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।