Last Updated: January 27, 2014 23:01

শেষ পর্যন্ত বন্দর এলাকায় ধর্ষিতা তরুণীর গোপন জবানবন্দি নেওয়া হল। সোমবার যে বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি সেখানেই এই গোপন জবানবন্দি নেওয়া হয়। গত শনিবার তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আদালত চত্বরে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ফের হাসপাতালে নিয়ে আসা হয়। এ দিন তাই ম্যাজিস্ট্রেটকেই নিয়ে আসা হয়েছিল হাসপাতালে।
হাসপাতালেই ওই তরুণীর গোপন জবানবন্দি নেন ম্যাজিস্ট্রেট। এই ঘটনায় প্রথম থেকেই কয়েকটি জায়গায় পুলিসের ধন্দ ছিল। প্রাথমিক তথ্য-প্রমান ও অভিযুক্ত হামিদের বক্তব্য অনুসারে ধর্ষণের জায়গায় আর কেউ ছিল না। সেই কারণেই ধর্ষিতা তরুণীর গোপন জবানবন্দি পুলিসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এই জবানবন্দির ভিত্তিতে পুলিস তদন্তের বাকি কাজ শেষ করবে বলে জানা গেছে।
First Published: Monday, January 27, 2014, 23:06