Last Updated: October 27, 2012 10:43

তিনদিন নিখোঁজ থাকার পর উদ্ধার হল সানভি ভেন্নার মৃতদেহ। গত বুধবার থেকে নিখোঁজ ছিল ফিলাডেলফিয়ায় বসবাসকারী ভারতীয় দম্পতির এই ১০ মাসের শিশুকন্যা। বুধবার সানভিকে নিয়ে বাড়িতে ছিলেন ওর ঠাকুমা সত্যবতী। সেসময় হামলা চালায় দুষ্কৃতীরা। বাধা দিতে গিয়ে প্রাণ হারান বৃদ্ধা সত্যবতী। তারপর থেকেই খোঁজ মিলছিল না সানভির।
শিশুটির বাবা-মায়ের কাছে মুক্তিপণ দাবি করে লেখা হয় চিঠি। তদন্তে নেমে পরিবারেরই এক পরিচিতকে গ্রেফতার করে মার্কিন পুলিস। ধৃতের কাছ থেকে চিঠির ১০ টি প্রতিলিপি পাওয়া গিয়েছে। ২০০৭ থেকে সানভির বাবা-মা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। পুলিসের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাও।
First Published: Saturday, October 27, 2012, 10:43