Last Updated: Saturday, October 27, 2012, 10:43
তিনদিন নিখোঁজ থাকার পর উদ্ধার হল সানভি ভেন্নার মৃতদেহ। গত বুধবার থেকে নিখোঁজ ছিল ফিলাডেলফিয়ায় বসবাসকারী ভারতীয় দম্পতির এই ১০ মাসের শিশুকন্যা।
বুধবার সানভিকে নিয়ে বাড়িতে ছিলেন ওর ঠাকুমা সত্যবতী। সেসময় হামলা চালায় দুষ্কৃতীরা। বাধা দিতে গিয়ে প্রাণ হারান বৃদ্ধা সত্যবতী। তারপর থেকেই খোঁজ মিলছিল না
সানভির।