প্রতিবাদের হাতিয়ার ঘুড়ি

প্রতিবাদের হাতিয়ার ঘুড়ি

প্রতিবাদের হাতিয়ার ঘুড়িআকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। এই গানের লাইন থেকেই বোধহয় প্রতিবাদের ভাষা খুঁজে নিল পথ শিশুরা। ডিসেম্বরের ৩১ তাদের নতুন বছরের দাবি পেশ করল তারা। আকাঙ্খাপত্র পৌঁছে গেল মেঘের ওপারে। হাতিয়ার ঘুড়ি-লাটাই।

কোথাও শিক্ষকের হাতের বেত নিয়ে আপত্তি, কোথাও বিষমদ নিয়ে প্রতিবাদ। বড়দের সমাজে যা মুখে বলার সাধ্যি নেই, তাই ঘুড়ির গায়ে সেঁটে উড়িয়ে দেওয়া। বাতাসে ভাসিয়ে দেওয়া নিজের মতামত। বাক স্বাধীনতা। শনিবার হরিদেবপুরের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মাঠে প্রতিটি ঘুড়িই উঠল একটি নির্দিষ্ট দাবি নিয়ে। কাঁচা হাতে লেখা নতুন বছরের আকাঙ্খা। আকাঙ্খাপত্র বুকে নিয়ে উড়ল  দুশোটি ঘুড়ি।







First Published: Saturday, December 31, 2011, 20:00


comments powered by Disqus