Last Updated: Saturday, December 31, 2011, 18:38
আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। এই গানের লাইন থেকেই বোধহয় প্রতিবাদের ভাষা খুঁজে নিল পথ শিশুরা। ডিসেম্বরের ৩১ তাদের নতুন বছরের দাবি পেশ করল তারা। আকাঙ্খাপত্র পৌঁছে গেল মেঘের ওপারে। হাতিয়ার ঘুড়ি-লাটাই।