Last Updated: August 29, 2013 17:44

পর্ন কেলেঙ্কারিতে জড়িয়ে থাকার শাস্তি হিসাবে গুলি করে মেরে মৃত্যুদণ্ড দেওয়া হল উত্তর কোরিয়ার প্রধান শাসক কিম জং উনের প্রাক্তন বান্ধবী হুন সং উলকে। পরিবারের লোকের সামনেই গায়িকা হুনকে গুলি করে মারা হল। পর্ন কেলেঙ্কারিতে জড়িয়ে থাকার প্রমাণ মেলার পরেই নাকি সরকারের তাঁকে এই শাস্তির বিধান দেন।
খবরে প্রকাশ শাসক কিমের বান্ধবী ছাড়াও আরও ১২ জনকে একই কারণে গুলি করে মেরে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মেশিনগানের সামনে দাঁড়িয়ে একে একে ১৩ জনকে গুলি করে মারা হয়।
হুন সহ মৃত্যুদণ্ড হওয়া এই ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ নিজেদের মধ্যে সেক্সের ভিডিও তোলার পর, তা বিক্রি হয়। এই নিয়ে উত্তর কোরিয়ায় বেশ শোরগোল পড়ে যায়। দেশের বর্তমান শাসক কিম জং উনের বাবা কিং জং ইল তখনই নিষেধ করেন হুনের সঙ্গে সম্পর্ক রাখতে। এরপরেও বান্ধবী হুনের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া গিয়েছিল কিং জংক। প্রাক্তন বান্ধবী হলেও প্রশাসক কিম নাকি এই শাস্তি নিয়ে নিজেকে আরও উঁচুতে তুলে ধরলেন এমন দাবিও করা হয়েছে। তবে প্রশাসন এ বিষয়ে কোনও মুখ খুলছে না।
First Published: Thursday, August 29, 2013, 17:55