Last Updated: Thursday, August 29, 2013, 17:44
পর্ন কেলেঙ্কারিতে জড়িয়ে থাকার শাস্তি হিসাবে গুলি করে মেরে মৃত্যুদণ্ড দেওয়া হল উত্তর কোরিয়ার প্রধান শাসক কিম জং উনের প্রাক্তন বান্ধবী হুন সং উলকে। পরিবারের লোকের সামনেই গায়িকা হুনকে গুলি করে মারা হল। পর্ন কেলেঙ্কারিতে জড়িয়ে থাকার প্রমাণ মেলার পরেই নাকি সরকারের তাঁকে এই শাস্তির বিধান দেন।