Last Updated: December 3, 2012 15:30

মরক্কো মেডেল অফ অনার পেলেন শাহরুখ খান। হিন্দি ছবির শতবর্ষ উপলক্ষে মরক্কো চলচ্চিত্র উত্সবে জমা হয়েছিলেন অমিতাভ বচ্চন, হৃতিক রোশন, শ্রীদেবী, শাহরুখ খান। শ্রদ্ধার্ঘর পর মরক্কোর রাজকুমার মুলে রশিদ ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন। সেখানেই কিং খানকে মরক্কোর বিশেষ সম্মানে ভূষিত করেন রাজকুমার।
আজ সকালেই মেডেল নিয়ে নিজের ছবি টুইটারে পোস্ট করেছেন কিং খান। লিখেছেন, "সম্মানের জন্য ধন্যবাদ। চলচ্চিত্র উত্সবের জন্যও শুভেচ্ছা রইল"। এর আগে বিগ বিকে এই একই সম্মানে ভূষিত করেছিলেন মরক্কোর রাজা মহম্মদ।
First Published: Monday, December 3, 2012, 15:30