Last Updated: Monday, December 3, 2012, 15:30
মরক্কো মেডেল অফ অনার পেলেন শাহরুখ খান। হিন্দি ছবির শতবর্ষ উপলক্ষে মরক্কো চলচ্চিত্র উত্সবে জমা হয়েছিলেন অমিতাভ বচ্চন, হৃতিক রোশন, শ্রীদেবী, শাহরুখ খান। শ্রদ্ধার্ঘর পর মরক্কোর রাজকুমার মুলে রশিদ ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন।